প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দাল—কে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বাংলার জন্য বিনিয়োগ–লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী। কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | ওই সামিটেই সজ্জন জিন্দাল বলেন, ”বাংলাকে ইকনমিক পাওয়ার হাউজ বানানোর প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাংলা তুলনামূলক ভাবে পলিসি গঠন করছেন শিল্প গঠনের জন্যে। বাংলা বরাবর নতুন নতুন আইডিয়ার জন্ম দেয়। JSW বাংলায় কাজ করে। আমাদের সিমেন্ট প্লান্ট বাংলায় চলছে। আমরা একদিনও শ্রম দিবস নষ্ট করি না। শ্রমিক সমস্যা হোক বা অন্য কিছু আমাদের কাজে অসুবিধা হয় না। দুটো মেগা পাওয়ার প্লান্ট আমরা শালবনীতে গড়ব। আমাদের উদ্দেশ্য বাংলায় কাজ করা। JSW শিল্প পার্ক গড়ছে ২০০০ একর জায়গা নিয়ে। আমরা দুর্গাপুর বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। কর্ম সংস্থান একটা বড় উদ্যোগ।”মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আমরা দেশের মধ্যে এক নম্বর। মহিলাদের ক্ষমতায়নে আমরা এক নম্বর। এখানে মজবুত সরকার রয়েছে। কোনও কর্মদিবস নষ্ট হয় না। আগে বনধ, ঘেরাও সবই ছিল। শিল্প ও সাধারণ মানুষের স্বার্থে এসব আমরা বন্ধ করেছি। সাধারণ মানুষ লাভবান হয়েছে। সাধারণ মানুষ ছাড়া কেউ টিকে থাকতে পারে না’।এই শিল্প সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধর্মঘট হয় না বাংলায়। এখানে ফিরেছে কর্মসংস্কৃতি। নারীর ক্ষমতায়নে শীর্ষে বাংলা। ক্ষুদ্র ও কুটিরশিল্পেও এক নম্বরে। পথ দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী। অনেকেই প্রশ্ন তোলেন, কী হবে এই সম্মেলন করে? কিন্তু আমাদের দেখাদেখি অন্য সব রাজ্যও এমন ধরনের সম্মেলন করছেন। আর পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি।’
Hindustan TV Bangla Bengali News Portal