দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট বিকল। তার ফলে দমদম থেকে শিয়ালদহের মাঝে থমকে একের পর এক ট্রেন। চরম ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। শিয়ালদহ ডিআরএম অফিস জানিয়েছে, দুপুর ১২টা ১৪ মিনিট নাগাদ দমদম থেকে শিয়ালদহের মাঝে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেনই শিয়ালদহে ঢুকতে পারেনি। রেল সূত্রে জানা গিয়েছে, ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারেনি। বিকল্প হিসাবে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। বাতিল করা হয় বেশ কিছু আপ ট্রেন। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে সেটি ঠিক করা সম্ভব হয়। তার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।যাত্রীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দমদম আউটারে পর পর হাসনাবাদ, গোবরডাঙা লোকাল দাঁড়িয়ে পড়ে। কাঁকুড়গাছির আগে দমদম-শিয়ালদহের মধ্যে পর পর ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেন শিয়ালদহ ঢুকতে পারেনি। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটা শুরু করেন। অনেকে আবার হেঁটে এগিয়ে গিয়ে দমদম থেকে বাস ধরেন। গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে কাজ করে রেল।
Hindustan TV Bangla Bengali News Portal