বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- গাড়ির মধ্যে স্ত্রীকে খুন করে রাস্তার ধারে দেহ ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশের নাকা চেকিং-য়ে গ্রেফতার স্বামী | ধৃত স্বামীর নাম শাহরুখ আহমেদ |মৃত স্ত্রী নাম হোমা কামার(২৮) | ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার সরবেড়িয়া বাজার এলাকায় |পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতার নারকেলডাঙা মেন রোডের বাসিন্দা শাহরুখ আহমেদ পেশায় ফটোগ্রাফার|কলকাতার রাজা রামমোহন সরণির বাসিন্দা হোমা কামারের সঙ্গে বিয়ে হয় আট বছর আগে | তাদের ছয় বছরের এক কন্যা সন্তান আছে | বেশ কিছু দিন ধরে শাহরুখ আহমেদের সঙ্গে তার স্ত্রী হোমা কামারের সাংসারিক অশান্তি চলছিল| বৃহস্পতিবার রাতে দুজনে গাড়ি নিয়ে বের হয় | আর গাড়ির মধ্যে হোমা কামারকে খুন করে তার স্বামী এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে,পুলিশের প্রাথমিক তদন্তে | হোমা কামারকে শ্বাস করে হত্যা এবং পরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে |এরপর প্রগতি ময়দান থানার বানতলা বাজারের কাছে বাসন্তী হাইওয়েতে দেহটি ফেলে দিয়ে শাহরুখ আহমেদ গাড়ি নিয়ে দ্রুতগতিতে সরবেড়িয়ার দিকে রওনা দেয় | রাত আড়াইটে নাগাদ সেই সময় সরবেড়িয়া বাজার এলাকায় নাকা চেকিং করে জীবনতলা থানার ওসি প্রশান্ত দাসের নেতৃত্বে এএসআই সুরজিত হালদার সহ স্পেশাল পুলিশ টিম| সায়েন্সসিটির সাইড থেকে অতিরিক্ত গতিতে ভায়োলেট কালার গাড়িটি প্রথমে পুলিশ আটক করে গাড়িতে রক্তের দাগ দেখে শাহরুখ আহমেদকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে | সেই সময় হঠাৎই গাড়ি নিয়ে শাহরুখ আহমেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে |পুলিশ প্রায় ২০ কিলোমিটার গাড়ি নিয়ে ধাওয়া করে শাহরুখ আহমেদ ও তার গাড়িটি আটক করে | এরপর পুলিশের জেরায় হোমা কামারের খুনের ঘটনার সব কিছু স্বীকার করে নেয় শাহরুখ আহমেদ | পুলিশ শাহরুখ আহমেদকে গ্রেফতার করে | এ বিষয়ে পূর্ণ তদন্ত শুরু কেরেছে পুলিশ | এদিকে প্রগতি ময়দান থানার পুলিশ বাসন্তী হাইওয়ের রাস্তার ধার থেকে হোমা কামারের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় |