প্রসেনজিৎ ধর :- আট দফায় বাংলায় নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন | আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ হবে এবং শেষ দফার ভোটগ্রহণ ২৯ এপ্রিল | আট দফার ভোটগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| যদিও গেরুয়া শিবির কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে | তাৎপর্যপূর্য বিষয় হচ্ছে, আট দফার এই ভোটে অনেক জেলাকে দু-ভাগে ভেঙে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন | ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে হুগলিতে কবে কবে কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন তা এক নজরে দেখে নেওয়া যাক |
তৃতীয় দফা: ৬ এপ্রিল(হুগলির ৮টি আসন)
- জঙ্গিপাড়া- ১৯৫
- হরিপাল- ১৯৬
- ধনেখালি(এসসি )- ১৯৭
- তারকেশ্বর- ১৯৮
- পুরশুড়া- ১৯৯
- আরামবাগ(এসসি)- ২০০
- গোঘাট(এসসি)- ২০১
- খানাকুল- ২০২
চতুর্থ দফা: ১০ এপ্রিল(হুগলির ১০টি আসন)
- উত্তরপাড়া-১৮৫
- শ্রীরামপুর-১৮৬
- চাঁপদানি-১৮৭
- সিঙ্গুর-১৮৮
- চন্দননগর- ১৮৯
- চূঁচূড়া- ১৯০
- বলাগড়(এসসি)-১৯১
- পাণ্ডুয়া-১৯২
- সপ্তগ্রাম- ১৯৩
- চণ্ডীতলা- ১৯৪