প্রসেনজিৎ ধর, কলকাতা :- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিমতো ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হল তাঁর সরকারের বাজেটে। ওই প্রকল্প রূপায়ণে এ বারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি, ভাঙন রুখতে ‘নদী বন্ধন প্রকল্প’-এও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এবারের বাজেটে নদীমাতৃক এলাকার মানুষজনের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হল বাজেটে। ‘নদী বন্ধন’ নামে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করার লক্ষ্যে এই প্রকল্প। তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমাধানের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের কথা ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। তিনি বলেন, ‘‘খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে। আমি সেই ২০১৪ সাল থেকে এর জন্য লড়াই করে আসছি। ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেক রকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভাল লাগছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal