দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেহালায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। হাতেনাতে পাকড়াও পুরকর্মী। ধৃতকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ। কামিয়ে দেওয়া হয় মাথা, মুখে লেপে দেওয়া হল কালি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের লীলাশ্রী সংঘের ক্লাবের কাছে পুরসভার এক শ্রমিক কাজ করতে গিয়েছিল। অভিযোগ, সেখানে স্থানীয় এক ৮ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা করে ওই শ্রমিক। চকোলেটের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। কুকীর্তি করে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার ছক ছিল তার। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। আর সেই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সঙ্গে সঙ্গে ওই পুরশ্রমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা নেড়া করে দেয় উত্তেজিত জনতা। সঙ্গে মারধর করারও অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পরে অভিযুক্তকে আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পুরসভার কর্মী। তবে কী ভাবে ওই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মমতা মণ্ডলের কথায়, ‘‘ওই ব্যক্তি মাঝেমাঝেই পুরসভার তরফে রাস্তায় কাজ করতে আসতেন। বুধবারও এসেছিলেন। তখনই লজেন্স দেওয়ার নাম করে শিশুটিকে ডেকে যৌন হেনস্থা করেন ওই প্রৌঢ়। অনেকেই গোটা ঘটনাটা দেখেছেন। তার পর আমরাই ওঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা এর বিচার চাই। আমরা চাই দোষীর শাস্তি হোক।’’
Hindustan TV Bangla Bengali News Portal