প্রসেনজিৎ ধর :- গতকালই পশ্চিমবঙ্গে আট দফার নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন | বাংলায় কেন আট দফায় ভোট, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আর এইবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল রাজনৈতিক বিতর্ক | রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে, শনিবার বালুরঘাটের চা চক্রে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের | শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অবশ্যই এক দফায় ভোট করা সম্ভব,গেরুয়া শিবির ক্ষমতায় এলেই তা করা যাবে | পাশাপাশি এ দিন তিনি আরও বলেন যে, ‘নেতার পেছনে পেছনে নিরাপত্তারক্ষী রাখা আমরা বন্ধ করে দেব | থানায় পুলিশ পাওয়া যায় না, নেতাদের বাড়িতে বাড়িতে পাহারা দেন তাঁরা |’ প্রসঙ্গত,রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখেই রাজ্যে ৮ দফা ভোটের সিদ্ধান্ত নিয়েছে কমিশন | পাশাপাশি ভোটের সময়ে সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত |