Breaking News

‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়’,তৃণমূলের পাল্টা বিজেপির ৯ মুখ

দেবরীনা মণ্ডল সাহা :- নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পালা শেষ| এখন রাজ্যে ভোটের উত্তাপ | এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই শোনা গিয়েছে তৃণমূলের নয়া স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’| তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচারমূলক একটি ছবিও শেয়ার করা হয়েছে | যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে. পি.নাড্ডা, যোগী আদিত্যনাথ, কৈলাস বিজয়বর্গীয়, দেবেন্দ্র ফড়নবিশ, তেজস্বী সূর্য, বিপ্লব দেব ও অমিত মালব্যর ছবি| পাশেই হাতজোড় করে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় |

যার উপরে লেখা, ‘বাংলা নিজের মেয়েকেই চায় |’এবার সেই স্লোগানকে পাল্টা খোঁচা বিজেপির| রাজ্য বিজেপির এক ফেসবুক পোস্টে বিজেপির দাবি, ‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয় |’ ৯ বিজেপি নেত্রীর ছবি সহ একটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছে বঙ্গ বিজেপি। সেই সঙ্গে একটি ক্যাপশনে লেখা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়, পিসিকে নয়’। বিজেপি যে ৯ জন নেত্রীর মুখ সামনে এনেছে তাঁরা প্রত্যেকেই বাঙালি | এরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, মাফুজা খাতুন, শ্রীরূপা মিত্র চৌধুরী, তনুজা চক্রবর্তী, ফাল্গুনী পাত্র এবং মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল |

একদিকে যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ পোস্টার রাজ্যজুড়ে ছয়লাপ করেছে, তখন নিঃশব্দে বিজেপি সোশাল মিডিয়ায় এই পোস্টার ছড়িয়ে দিতে চাইছে পাল্টা চাল হিসেবে| এমনকি, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ বলে কার্ডও এনেছে তৃণমূল | গণতন্ত্রের জন্য এটাই ‘রাইট কার্ড’ বলে এদিন টুইটও করেছেন তৃণমূলের রণনীতি গুরু প্রশান্ত কিশোর|

এবারের ভোটের প্রচারে সোশাল মিডিয়া যে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে সেটা নিঃসন্দেহ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *