প্রসেনজিৎ ধর, কলকাতা :- তাঁর সঙ্গে কাশ্মীর বা বাংলাদেশি জঙ্গিদের যোগাযোগের প্রমাণ দিতে পারলে, তিনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় |মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাশ্মীরের জঙ্গিদের যোগ রয়েছে। এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা–সহ বিজেপি বিধায়করা। তার প্রেক্ষিতেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন তিনি বলে আজ ভরা বিধানসভায় জানিয়েছেন। একইসঙ্গে বলেন, ‘জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে এখন? জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক? এর চেয়ে তো মৃত্যু ভাল। আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। আপনি মুখের ভাষায়, বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন সেটা আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব। এই কথা আপনি বলতে পারেন কিনা। আর যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন।’ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছে অনেকে। তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যোগের প্রাথমিক প্রমাণও মিলেছে। সেসব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন। আর সেখানেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ। এবার সেই ‘অপপ্রচার’ নিয়ে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”আমায় মুসলিম লিগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লিগেরই। বেলুন ফাঁস করব? বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ”ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে, অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য।”
Hindustan TV Bangla Bengali News Portal