Breaking News

ইসলামপুরের বই চুরির ঘটনায় দু’‌বছর পর সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইসলামপুর প্রাইমারি স্কুলের বই চুরির ঘটনায় মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। দু’‌বছর পর আজ, বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ, মাত্র দু’‌জন এই ঘটনার পিছনে থাকতে পারে না। তদন্ত করে সিআইডিকে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই চুরির ঘটনায় সিআইডি তদন্ত করবে। আর ১২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে নিম্ন আদালতে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। ওই সময় উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়। যার দাম প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তারপর তা বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তাই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে।মামলার শুনানিতে গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। গতমাসে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দিতেও বলা হয়েছিল আদালতের তরফে। বৃহস্পতিবার সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। এই ঘটনা নিয়ে আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে।আজ বই চুরির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিনও আদালত বলেছে, ‘‌মাত্র দু’‌জন এই চুরি করতে পারে না।’‌ এই ঘটনায় ধৃত দু’‌জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এখন তাঁরা জামিনে মুক্ত। মামলাকারীরা সিবিআই তদন্তের আবেদন করেছিলেন। যাতে চুরি হওয়া বইয়ের কিনারা হতে পারে। পুলিশ কী পদক্ষেপ করেছে?‌ জানতে চাওয়া হলে কলকাতা হাইকোর্টকে রাজ্য জানিয়েছিল, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নভেম্বর মাসে চার্জশিট ফাইল করা হয়েছে। অনেক বই উদ্ধার হয়েছে। কিন্তু বিপুল পরিমাণ বই যেহেতু এখনও মেলেনি তাই সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *