Breaking News

রেষারেষির জেরে পার্কস্ট্রিটে ভয়াবহ বাস দুর্ঘটনা!হুড়মুড়িয়ে রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ল যাত্রীবাহী বাস,আহত ৫, আশঙ্কাজনক ১

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার শহরে ফের পথ দুর্ঘটনা। এবার শহরের এক্কেবারে প্রাণকেন্দ্রে। পার্কস্ট্রিটে সোমবার ব্যস্ত সময়ে রেলিংয়ের ওপর উঠে পড়ল বাস। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পার্ক স্ট্রিট ফ্লাইওভারের পর টাটা স্টিল বিল্ডিংয়ের সামনে রাস্তার মাঝে শক্ত ব্যারিকেড ভেঙে ডিভাইডারে উঠে গেল সরকারি বাস। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটেনি। এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।জানা গিয়েছে, এদিন সকালে বাসটি হাওড়া থেকে কলকাতা আসছিল। সোমবার সপ্তাহের কাজের প্রথম দিন হওয়ায় বাসে যাত্রীরাও ছিলেন। পার্ক স্ট্রিট ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। রেলিং ভেঙে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের দিকটি ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক যন্ত্রাংশ খুলে বেরিয়েও আসে বাইরে।দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫ জন যাত্রী। বাকিরাও অল্পবিস্তর আহত হন। এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রণবানন্দ সরণি ও অকল্যান্ড রোডের মাঝে ওই সরকারি বাসের সঙ্গে অন্য বেসরকারি বাসের রেষারেষি চলছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।বাসের গতিও খুব বেশি ছিল বলে অনুমান পুলিশের। দুর্ঘটনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ। টাওয়ার ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল কাচ ও মোবিল। ফলে বেশকিছুক্ষণ ধীরগতিতে চলে যানবাহন। তবে দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *