প্রসেনজিৎ ধর, হুগলি :-গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বুধবার রাতে হাওড়ার এনএস রোডের ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার থেকেই গুলি চলে বলে খবর আর তাতেই গুলিবিদ্ধ হন ওই আইসি |জখম অবস্থায় জয়ন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা যান ঘটনাস্থলে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।সূত্রের দাবি, আইসি-র সঙ্গে থাকা এক মহিলার সঙ্গে কেনাকাটি করা নিয়ে অশান্তির জেরেই এই ‘শুট আউট’ | গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে একটি নীল রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামেন জয়ন্ত। তাঁর সঙ্গে ছিলেন টিনু দাম নামে এক মহিলা। পিছনে আরও একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে আরও কয়েকজন নামে। দুটো গাড়ি মিলিয়ে চারজন ছিলেন। ইতিমধ্যেই ওসি-র গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসারকেও। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সঙ্গে কী সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ।ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আধিকারিককেও। ওই মহিলার সঙ্গে জয়ন্তের কী সম্পর্ক, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
