প্রসেনজিৎ ধর, কলকাতা :- ট্যাংরায় তিনজনকে খুন নাকি আত্মহত্যা এ নিয়ে l নানা জল্পনা ছড়াচ্ছিল। বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ট্যাংরার বাড়িতে তিনজনকে খুন করা হয়েছে। অর্থাৎ দুজন মহিলা ও এক কিশোরীকে খুন করা হয়েছে। তিনটি ঘরেই রক্তের দাগ। দুই জায়ের হাতে ও নলিতে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী আরেক নাবালিকা সদস্যের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। যা দেখে প্রাথমিক ধারনা, তিনজনকেই খুন করা হয়েছে।প্রাথমিকভাবে যে রিপোর্ট তাতে জানা গিয়েছে, হাতের শিরা কাটা ও গলার নলি কাটা হয়েছিল দুই মহিলাকে। একজনের একটি হাতের শিরা কাটা হয়েছিল। অপর মহিলার দুই হাতের শিরা কাটা হয়েছিল। দুজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর কিশোরীর মৃত্যুর কারণ অনুসারে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল তার। খাওয়ার তিন থেকে ৬ ঘণ্টার মধ্যে মৃত্যুর ঘটনা। তিন ঘণ্টারও বেশি সময় ধরে পোস্ট মর্টেম চলে। এনআরএসে হয় এই পোস্ট মর্টেম।প্রতিবেশীদের কয়েকজনও পুলিশের কাছে দাবি করেছিলেন, পরিবারের মধ্যে তারা কোনওদিনই অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। তাই তাঁদের কাছে এই ঘটনা প্রচণ্ড অবাক করে দেওয়ার মতো। তদন্তে নেমে পুলিশ দেখে, নিহতদের তিনজনেরই হাতের শিরা প্রায় একইভাবে কাটা হয়েছিল। যা থেকে পুলিশের সন্দেহ হয়। মনে করা হচ্ছিল, ওই তিনজনের কেউ নন, বাইরের কেউ হয়তো তিনজনের হাতের শিরা কেটেছেন। এবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এবিষয়ে পুলিশ নিশ্চিত, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে।
