Breaking News

‘বাংলায় কার্যকর হবে না ওয়াকফ আইন, প্ররোচনায় পা নয়’,শান্তি বজায় রাখতে বার্তা মুখ্যমন্ত্রী মমতার!১৬ এপ্রিল ইন্ডোরে প্রতিবাদ সভা বক্তা মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়েছে মুর্শিদাবাদে। সুতি, ধুলিয়ানে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে এবার শান্তিরক্ষার আবেদন করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আবেদন করেছেন দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। তিনি সাফ জানিয়েছেন, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না।শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন, স্পষ্ট ভাবেই বলা হয়েছে, ‘সেই আইন’কে রাজ্য সরকার সমর্থন করে না। বাংলায় তা বলবৎও হবে না। তা হলে হিংসা কেন? প্রশাসক মমতা এ-ও স্পষ্ট করে দিয়েছেন, হিংসায় যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।মুখ্যমন্ত্রী তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘‘সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’’ রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন— এই আমার আবেদন।’’মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।’ নয়া ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আর আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?’প্রথম থেকেই কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে করেছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভেতরে ও বাইরে এই ইস্যুতে লাগাতার আন্দোলন করেছেন তৃণমূল সংসদেরা। গোটা বাংলা জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। এবার সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভা হতে চলেছে নেতাজি ইন্ডোরে। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একথা জানিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই সভায় ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করবেন। সভায় উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আগামী ১৬ এপ্রিল হবে এই সভা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *