নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিধাননগরের এসএসসি ভবনের সামনে এখনও অনশনে তিন চাকরিহারা। তাঁরা হলেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। চাকরি ফেরৎ না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেই দাবি তাঁদের। চাকরিহারাদের সঙ্গে শুক্রবারই বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক হয়েছে। ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক। তবে তা সত্ত্বেও পথেই চাকরিহারারা। এদিকে, আবার গান্ধীমূর্তির পাদদেশে শনিবার সকাল থেকে শুরু হয়েছে চাকরিহারাদের অবস্থান। তার আগে এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে চলছে অনশন। চাকরিহারাদের দাবি, রোদবৃষ্টির হাত থেকে বাঁচতে অনশন মঞ্চের কাছে চাদর দিয়ে ছাউনি দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। অভিযোগ, তাতে বাধা দেয় পুলিশ। অনশন মঞ্চের কাছে ছাউনি দেওয়া যাবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয় |ইতিমধ্যেই চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে। তবে এই মুহূর্তে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা (ভলান্টারি সার্ভিস) দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের অনেকেই এই প্রস্তাব মানতে না পেরে সসম্মানে চাকরি এবং পদ ফেরানোর দাবিতে সরব হয়েছেন। শিক্ষামন্ত্রীও শুক্রবার একই অনুরোধ করেন। কিন্তু স্বেচ্ছায় পরিষেবা দিতে চাকরিহারারা নারাজ।
