Breaking News

এসএসসি-র রায়ে চক্রান্ত!সুপ্রিম কোর্টের বেনজির রায় প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি নিয়োগ মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট| প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে| শীর্ষ আদালতের এই রায়ে বিজেপির বৈষম্যমূলক মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |ঠিক যেভাবে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা করে বাংলার মানুষকে ভাতে মারার পথে গিয়েছে কেন্দ্রের মোদি সরকার, একই প্রতিফলন সুপ্রিম কোর্টের এসএসসি চাকরি বাতিলের রায়ে, স্পষ্ট করে দেন অভিষেক। এই রায়ের মাধ্যমে বিজেপির বৈমাত্রিক সুলভ আচরণ ও বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাত্রিসুলভ আচরণ ও মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।শনিবারের বিকেলে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের অ্যান্ড হসপিটালের অনুষ্ঠান থেকে অভিষেক বলেন, “সুপ্রিম কোর্টকে আমরা বিশ্বাস করি, সম্মান করি। মনে করি বিচার ব্যবস্থা এখনও নিরপেক্ষ আছে। তবে কোনও রায় যদি আমার পছন্দ না হয়, তাহলে তার সমালোচনা করার অধিকার সংবিধানে আছে।”এই প্রসঙ্গেই অভিষেক বলেন বিজেপির কথা। তাঁর দাবি, বিজেপি বারবার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে থাকে। এই ক্ষেত্রেও নাকি তার প্রতিফলন দেখা গিয়েছে। বিজেপির বাংলার মানুষের প্রতি আচরণের প্রতিফলন দেখতে পেয়েছেন বলে দাবি অভিষেকের।উদাহরণ হিসেবে অভিষেক বলেন, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা আটকে দেওয়া হয়েছে, আবাস যোজনার টাকা আটকে দেওয়ার কথাও বলেন তিনি। অভিষেকের বক্তব্য, আবাস যোজনায় যদি ১০০০ জনও অন্যায় করে থাকে, তাহলে তাদের শাস্তি হোক, কিন্তু তাই বলে ১৭ লক্ষ লোকের বাড়ি তৈরি আটকে থাকবে কেন! অভিষেক বোঝাতে চাইলেন, অযোগ্যদের জন্য যোগ্যরা কেন চাকরি হারাবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *