প্রসেনজিৎ ধর,হুগলি:- কোন্নগর বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল ছাত্র। তাদের খোঁজে স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তলিয়ে যাওয়া দুই ছাত্র আমন সিং(১৫) ও আদর্শ সিং(১৫) রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষ হয়ে গেলে একসঙ্গে পাঁচ জন ছাত্র কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। স্নান করতে করতে হটাৎই দু’জন তলিয়ে যায়। তিনজন উঠে গেলেও বাকি দু’জন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। এর কিছুক্ষণের মধ্যেই উদ্ধারের কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা ওই দুই ছাত্র। স্কুলে ছুটি থাকায় এ দিন তারা খেলতে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে যায়। দুই নাবালকের কেউই সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে গঙ্গার ঘাটে পৌঁছয় পুলিশ। ঘটনা প্রসঙ্গে কোন্নগর ছয় নম্বর ওয়ার্ডের যুব তৃনমূল সভাপতি শ্বেতাদ্র ব্যানার্জি বলেছেন, “অনেকেই বারো মন্দির ঘাটে স্নান করতে আসেন। বারো মন্দির ঘাটে আগেও জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে একাধিকবার সকলকে সতর্ক করা হয়েছে। তবুও বারবার দুর্ঘটনা ঘটছে।”
