দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় দুই নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ। ঘরে আটকে রেখে তাদের নির্যাতন করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বেহালার সরশুনা থানার পুলিশ। এখনও অধরা এক অভিযুক্ত।সরশুনা চন্দ্রপল্লিতে একটি বন্ধ ঘরের মধ্যে গিয়ে দেখে বেশ কয়েকজন যুবক সেই ঘরের মধ্যে রয়েছে এবং বাচ্চা দুটির মধ্যে একজনের হাত-পা বাঁধা। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের ধরে ফেললেও একজন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তারপর তড়িঘড়ি সরসুনা থানায় এসে পরিবারের লোকজন অভিযোগ জানায় দুটি বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে।এই ঘটনায় সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ বিশ্বজিৎ ওরফে সুখেনকে গ্রেফতার করে। সে ঠাকুরপুকুরের শশীভূষণ রোডের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। তবে এই ঘটনার পর থেকে কালু পলাতক। শুক্রবার বিশ্বজিৎকে আদালতে পেশ করা হয়।
