দেবরীনা মণ্ডল সাহা :- অজ্ঞাতপরিচয় এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে আবার উত্তেজনা বীরভূমে | ব্রাহ্মণী নদীর উপর ডেউচা জলাধারের এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। কে বা কারা তাকে খুন করল, মহিলা আদৌ এলাকার বাসিন্দা – তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে ডেউচা জলাধারে একটি বস্তা ভাসতে দেখেন কয়েক জন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তাটি জলাধার থেকে ডাঙায় তোলে। বস্তার মুখ খুলতে দেখা যায়, একটি মহিলার দেহ রয়েছে। তবে দেহ ফুলে যাওয়ায় চিহ্নিত করা যায়নি মহিলাকে। অনুমান করা হচ্ছে, মৃতার বয়স ৪০ বছরের মধ্যে।মৃতার পরিচয় জানার জন্য আশপাশের থানায় খবর পাঠিয়েছে মহম্মদবাজার থানার পুলিশ। স্থানীয় কোনও মহিলা নিখোঁজ কি না, খোঁজ নেওয়া হচ্ছে। তবে পুলিশের এ-ও অনুমান, ঝাড়খণ্ড থেকেও ভেসে আসতে পারে দেহটি। তদন্ত চলছে।শুক্রবার মহম্মদবাজারের ম্যানেজার পাড়ায় বাড়ি থেকে মহিলা এবং তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার হয়। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা করে পুলিশ। পরকীয়ার জেরে খুন বলেই জানা গিয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর হইচই। ওই মহিলাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ওই মহিলা এলাকার কিনা তা জানা যায়নি।
