নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগ | তার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বিশ্ববিদ্যালয়ের অন্দরে | পড়ুয়াদের মধ্যে প্রথম বচসা এবং পরে হাতাহাতি হয় | এই সময়ে একটি সঙ্গীতানুষ্ঠান চলছিল। উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই অনুষ্ঠানও বাতিল করতে হয়। অভিযোগ, বহিরাগতদের অভব্যতার শিকার হয়েছেন এক ছাত্রী। আর তা ঘিরে আইসি এবং এসএফআই-এর ঝামেলা পৌঁছে গেল একেবারে মঞ্চে। যার জেরে মঞ্চে উঠতে পারলেন না সঙ্গীতশিল্পীরা। শুক্রবার রাতে এই ঘটনার রেশ রইল শনিবারও। আপাতত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শিকেয়।পড়ুয়াদের তরফে দাবি করা হয়েছে, অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, অনুষ্ঠান মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই কারণেই ওই প্রাক্তন পড়ুয়ার বিরোধিতা করা হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শেষমেশ, রাজনৈতিক ছোঁয়াও লেগে যায় এই ঘটনায়। আইসি-র তরফে অভিযোগ, যাঁরা মাইক কেড়ে মারধর করেছিলেন, তাঁরা এসএফআইয়ের সদস্য। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাঁদের তরফে। এই মুহূর্তে থমথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। শনিবার বেশিরভাগ ক্লাস হয়নি বলেই জানা গেছে। এই ঘটনায় আবারও কলেজ-বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ে প্রশ্ন উঠে গেছে।
Hindustan TV Bangla Bengali News Portal