Breaking News

ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে তৃণমূলের বৈঠকে নেই অভিষেক! ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে এবার আলাদা বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |সূত্রের খবর, আগামী ১৫ মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। ওই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।গত বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ৩৬ জনের কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম রিভিউ মিটিং। দেখা যায় বৈঠকে প্রায় সবাই হাজির থাকলেও হাজির নেই অভিষেক নিজে। এছাড়া তাঁর অনুগামী বলে পরিচিয় দেবাংশু ভট্টাচার্য ও ডেরেক ওব্রায়েনকেও বৈঠকে দেখা যায়নি। অভিষেকের অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা চলছে তখনই জানা যায়, বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতির হাতে একটি চিরকুট দিয়ে যান কেউ। সেই চিরকুট পড়ে তিনি বলেন, আগামী ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। জানা গিয়েছে, বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সিংয়ে।
ঠিক কী কারণে অভিষেক, ডেরেকরা এদিনের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রয়েছেন তা স্পষ্ট নয়। তারই মধ্যে ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে অভিষেক দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক ডাকায় বিষয়টি নিয়ে দলের অন্দরেই কৌতূহল তৈরি হয়েছে।এদিন অভিষেকের অনুপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা উসকে উঠলেও তা কার্যত উড়িয়ে দিয়েছে নেতৃত্ব। এ নিয়ে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মনে রাখতে হবে, অভিষেক ১৫ তারিখে যে বৈঠক করবেন, তা কিন্তু ভারচুয়াল। অর্থাৎ, তাঁকে তৃণমূল ভবনে আসতে হবে না।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *