নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পাঁচদিনের মাথায় যাদবপুর কাণ্ডে দায়ের হল এফআইআর। তাতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও শিক্ষামন্ত্রীর গাড়িচালকের। বস্তুত, যাদবপুরের ঘটনায় বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি।বিচারপতির কথায়, ‘আহত ছাত্র (ইন্দ্রানুজ রায়) বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না?’ ক্ষুূব্ধ বিচারপতি এও বলেন, ‘যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা’। আদালতের সেই হুঁশিয়ারির পরই এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রর পাশাপাশি ব্রাত্যর গাড়ির চালক সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হাই কোর্টের ভর্ৎসনার পরই যাদবপুর কাণ্ডে দায়ের হল এফআইআর।
Hindustan TV Bangla Bengali News Portal