Breaking News

‘ভূতুড়ে’ ভোটার নিয়ে অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিন বদল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকা সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন বদল। ১৫ তারিখের বদলে ১৬ মার্চ হবে বৈঠক। ওইদিনই ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওইদিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠক ডাকেন। কিন্তু ওই বৈঠকেরই দিনক্ষণ বদলাল। ওই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে।সূত্রের দাবি, কোর কমিটির ওই প্রথম বৈঠকের একেবারে শেষ লগ্নে নেতৃত্বের কাছে খবর আসে – অভিষেক ১৫ তারিখ আলাদা করে ভার্চুয়াল বৈঠক করবেন। এবং মোবাইলে মেসেজের মাধ্যমে সেই তথ্য কোর কমিটি বাকি সদস্য ও সংশ্লিষ্ট নেতানেত্রীরা পান। শোনা যাচ্ছে, এই মেসেজ যখন তাঁদের কাছে পৌঁছয়, তখন তাঁদের মধ্যে কেউ-কেউ তৃণমূল ভবনের সিঁড়ি দিয়ে নীচে নামছিলেন, কেউ আবার গাড়িতে উঠে ফেরার পথে ধরেছিলেন! সূত্রের দাবি, বৈঠক সম্পর্কে দলীয় সদস্যদের এভাবে অবগত করার পদ্ধতি নিয়েই নাকি দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *