দেবরীনা মণ্ডল সাহা :- বিপুল অঙ্কের টাকার হেরোইন উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও সোনার অলঙ্কার। ঘটনায় পুলিশ গুলবানু বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে।গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় অতর্কিতে হানা দেয় পুলিশ। গ্রামবাসীরা জানতেন তিনি গৃহবধূ। সংসার সামলান। সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখত ওই বধূ। কিন্তু আজ, শনিবার আন্তর্জাতিক নারী দিবসের দিনে অন্য একটি পরিচয় জানলেন গ্রামবাসীরা। ওই বধূর বিরুদ্ধেই হেরোইন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আর তাই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফে। ধৃত ওই বধূর কাছ থেকে প্রায় ৭৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।ওই মাদকের বাজারমূল্য ৮০ লক্ষ টাকার উপরে। এছাড়াও তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ টাকা ও অলঙ্কার পাওয়া গিয়েছে। মিলেছে আনুসঙ্গিক জিনিসপত্র। উদ্ধার হওয়া সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মহিলা কি পাচারে লিঙ্কম্যান হিসেবে কাজ করেন? নাকি তিনি পাচারের কারবারি? সেই বিষয়টি তদন্ত করতে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে একাধিক তথ্য পাওয়া যাবে। আরও পাচারকারীদের সন্ধান পাওয়া যেতে পারে বলেও অনুমান। সেই কথাই মনে করা হচ্ছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকায় মাদক কারবার চলে বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে।
Hindustan TV Bangla Bengali News Portal