সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- অধিকারী পরিবারের প্রতি যেন আরও কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল কংগ্রেস|দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) পদ থেকে এবার সরিয়ে দেওয়া হল কাঁথির সাংসদ, বর্ষীয়ান রাজনৈতিক চাণক্য ও জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে | এর আগে কাঁথি পরিষদের পদ থেকে সরানো হয়েছিল শিশির পুত্র সৌমেন্দু অধিকারীকে | এবার DSDA থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান শিশির অধিকারীকে | নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অধিকারীদের পরম রাজনৈতিক চির শত্রু অখিল গিরি | এদিকে, মেদিনীপুরে গুরুত্ব বাড়ছে গিরি পরিবারের |দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অখিল গিরি |
এমনকি কাঁথি পুর প্রশাসক বোর্ডে সদস্য করা হয়েছে অখিল–পুত্র সুপ্রকাশ গিরিকে | এদিন শিশির অধিকারীকে অপসারণ প্রসঙ্গে অখিল গিরি অভিযোগ করে বলেন, ‘পর্ষদের কোনও কাজ করেননি শিশির অধিকারী। কখনও কোনও বৈঠকও ডাকেননি তিনি।’ শিশির অধিকারীকে এই বিশেষ পদ থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে এদিন পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ছেলের কাজে লজ্জিত শিশিরদা | অসুস্থ ছিলেন, তাই অব্যাহতি চেয়েছেন|’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘শিশিরবাবুর বয়স হওয়ায় ছোটাছুটিতে অসুবিধা হচ্ছে,তাঁর বয়স হয়েছে | তাই এটা প্রশাসনিক সিদ্ধান্ত।’ শিশির অধিকারীর অপসারণ প্রসঙ্গে এদিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিন কোনও পদে থাকলে তো রদবদল হয় | এটা তো সংসদীয় গণতন্ত্রের এক প্রথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আমারও অনেকবার দফতর বদল হয়েছে’ | শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের প্রতি খানিক কড়া হচ্ছিল তৃণমূল | আর এবার শিশির অধিকারীকে দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করার পর থেকেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে ছেলে শুভেন্দুর মতো কাঁথির সাংসদও কি এবার বিজেপিতে যাবেন? সেটা এখন সময়ই বলবে বলে মত রাজনৈতিক মহলের |