Breaking News

হঠাৎ ফোন নম্বর ব্লক বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের! উঠছে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :- ভোটের দামামা বাজতেই রাজ্যের নানা প্রান্ত থেকে রাজনৈতিক অশান্তির খবর শিরোনামে আসছে | আর এইবার বিজেপি বিধায়কের ফোন নম্বর ব্লক হওয়ার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস | জানা গেছে,দিন তিনেক আগে আচমকা বিশ্বজিৎ দাসের দুটি ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়েছে বলে তিনি সংশ্লিষ্ট ফোন কোম্পানি এবং থানায় অভিযোগ জানিয়েছেন | শনিবার সকালে বনগাঁয় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনা প্রকাশ্যে এনেছেন বিশ্বজিৎ দাস|সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎবাবু আরও বলেন, গত ২৪ তারিখ রাত প্রায় সাড়ে ৮টা থেকে ২৫ তারিখ সন্ধে ৭টার মধ্যে পর্যন্ত তাঁর ভোডাফোন এবং বিএসএনএল নম্বর দুটি ব্লক হয়ে যায় বলে অভিযোগ | তাঁকে না জানিয়েই দুটি ফোন নম্বর ব্লক বন্ধ করে দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ | কেন এমনটা হল, এ বিষয়ে তিনি ভোডাফোন এবং বিএসএনএল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন, একটি অন্য নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল বিধায়কের ফোন হারিয়ে গিয়েছে,সেই কারণেই তার সিমটি ব্লক করে দেওয়া হয়েছিল বলেও জানান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস | কে বা কারা সংশ্লিষ্ট কোম্পানিতে ফোন করে হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন, সে বিষয়ে সন্দিহান বিধায়ক,আর এখানেই তিনি রাজনৈতিক চক্রান্তের ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ তুলছেন | প্রসঙ্গত, ভোটের আবহে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে নানা জল্পনা উসকে উঠেছে | কখনও তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দিয়ে আলাদাভাবে কথা বলে শিরোনামে এসেছেন | আবার কখনও দলেরই সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে রাজনৈতিক মহলের নজর কেড়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *