বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-পানীয় জলের সমস্যার দাবিতে শনিবার পথে নামল সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২,দিঘীরপাড়,গোপালপুর, ইটখোলা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা | তাঁদের দাবি,সুন্দরবনে ভূগর্ভস্থ জলের স্তর নীচে নেমে যাওয়ার ফলে গভীর পানীয় জলের নলকূপ গুলিতে জল ওঠা বন্ধ হয়ে গেছে| পানীয় জলের নলকূপ আছে, কিন্তু সেই নলকূপে পানীয় জল উঠছে না | পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদ স্তরের ব্যর্থতায় সুন্দরবনের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এমনিই অভিযোগ গ্রামবাসীদের | তারই প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পানীয় জলের দাবিতে কয়েকশো গ্রামবাসী ক্যানিং হেড়োভাঙ্গা সড়ক পথের জামিনীর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় |
যার ফলে কিছুক্ষণের জন্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় | ঘটনাস্থলে পুলিশবাহিনী এলে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ তুলে নেয় |
বিক্ষোভকারীদের অভিযোগ সুন্দরবনের গ্রামগুলিতে আজ পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জলের সাপ্লাই গড়ে ওঠেনি | এদিকে বিজেপির অভিযোগ,গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান,উপ প্রধান,পঞ্চায়েত সদস্যরা অপদার্থ,তারা কাটমানি নিয়ে ব্যস্ত | তাই আজ পানীয় জলের সমস্যা নিয়ে তাদের চিন্তা নেই | বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি|