প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু একুশের নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই মোহভঙ্গ হয়েছে তাঁর। তাই আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে, তিনি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার সেই রাজীব পৌঁছে গেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে। আজ, রবিবাসরীয় সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রাজীব ভুল হয়েছে, ক্ষমা করে দাও বলেছেন বলে দাবি সাংসদের। রাজীব বন্দ্যোপাধ্যায় এটাকে সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছেন। তবে দাদা কল্যাণ ভাই রাজীবকে বুকে জড়িয়ে ধরেন।রবিবার আচমকা ‘দাদা’ কল্যাণের বাড়িতে হাজির হন ‘ভাই’ রাজীব। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। সৌজন্য সাক্ষাৎকার জানিয়ে কল্যাণ বলেন, “রাজীব আজকে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। বলল দাদা ভুল হয়েছে। ক্ষমা করো।” রাজীব জানান, “দাদার অভিমান হয়েছিল। শ্রীরামপুরে এসেছিলাম, সৌজন্য সাক্ষাৎ করলাম।” রাজীবের সঙ্গে ছিলেন বিজেপি থেকে ঘরে ফেরা হুগলির প্রবীর ঘোষালও।তিনিও বিজেপি ঘুরে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। কল্যাণবাবু বলেন, ‘রাজীব বলল, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমি বললাম, দিদি যখন তোমায় দলে নিয়েছে, আমি কেন কিছু বলব।’রাজীবকে খোঁচা দিয়ে এই কল্যাণই আগে বলেছিলেন, ‘হাইব্রিড নেতা’, ‘আমি সব পারেতেই আছি ভাসিয়ে দিয়ে ডিঙা। রাজীবের ভ্যালু ইজ জিরো, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। ওকে নিয়ে কী উপকারিতা হবে।’ আর আজ বাড়িতে গিয়ে দেখা করতেই রাজীবকে ‘ভাই’ বলে বুকে জড়িয়ে ধরলেন কল্যাণ।
Hindustan TV Bangla Bengali News Portal