Breaking News

মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস!তৃণমূলে যোগ দিলেন বড়ঞার দু’বারের বিধায়ক

দেবরীনা মণ্ডল সাহা :- আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার দু’বারের বিধায়ক প্রতিমা রজক। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর বেশ চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। কারণ একদা গড় ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। আর সেটা আদৌ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার এদিন প্রতিমা রজকের হাতে দলীয় পতাকা তুলে দেন। তবে এই যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বড়ঞার এখনকার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। অথচ বড়ঞা বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মঞ্চে ছিলেন। জেলা মহিলা কংগ্রেসের দাপুটে নেত্রী হিসাবেই পরিচিত প্রতিমা রজক। ২০২৬ সালে বিধানসভার টিকিট পেতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দু’বার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন প্রতিমা দেবী। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি বসে যান।সম্প্রতি তৃণমূল দলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কলকাতায় এক সাংগঠনিক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেলেন, এখন থেকে বড়ঞার বিধানসভা কেন্দ্রের যাবতীয় দায়িত্ব বীরভূমের অনুব্রত মণ্ডল সামলাবেন। দু’বারের কংগ্রেস বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে অপূর্ব সরকার বলেন, ‘উনি একসময় আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। প্রতিমা রজক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন দলের শীর্ষ নেতৃত্ব মেনে নিয়েছেন। সেই কারণে নারী দিবসে সম্মান জানিয়ে প্রতিমা রাজককে আমাদের দলে গ্রহণ করা হয়েছে। আমরা আগামী দিন সকলে একসঙ্গে কাজ করব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *