Breaking News

‘বিদ্রোহী’ হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চার মাসে দু’বার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করল তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি।বৃহস্পতিবার বিধানসভায় এ নিয়ে একপ্রস্ত আলোচনা হয়। হুমায়ুনের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নিচ্ছে, এমন কথা শোনা গিয়েছিল। এরপর অবশ্য মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুরের বিধায়ককে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। অন্যদিকে, আরেক বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে খবর।মুখ্যমন্ত্রী সতর্ক করার পরও শুভেন্দু ইস্যুতে কেন প্রকাশ্যে মন্তব্য করলেন, তার কারণ জানতে চাওয়া হয়েছে হুমায়ুনের কাছে। এর আগে গত ২৭ নভেম্বর দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ভরতপুরের বিধায়ককে শো-কজ করেছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।অধিবেশনেও ওই প্রসঙ্গটি উঠলে বুধবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, এই ধরনের মন্তব্য না করার জন্য তিনি হুমায়ুন এবং সিদ্দিকুল্লা চৌধুরীকে সতর্ক করেছেন। তারপরও হুমায়ুন নিজস্ব মেজাজে অনড় থাকায় দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কিনা, তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছিল। বাস্তবে হলও তাই। ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুনকে জবাবদিহি করতে বলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *