Breaking News

সুজয়কৃষ্ণকে ২.৫ কোটি টাকা দিয়েছিলেন শান্তনু, জামিনের বিরোধিতা করে বলল আদালতে জানাল সিবিআই!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা চার্জশিটে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো আগেই প্রকাশ্যে এনেছে সিবিআই। এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সওয়াল করে তাদের দাবি, সুজয়কৃষ্ণকে চাকরি বিক্রি বাবদ প্রায় ২.৫ কোটি টাকা দিয়েছেন শান্তনু। শুধু বেআইনি নিয়োগ নয়, পছন্দমতো পোস্টিংয়ের জন্যও টাকা নেওয়া হয়েছিল বলে আদালতকে জানিয়েছে সিবিআই।সিবিআই জানায়, শুধু অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করেনি শান্তনু, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুগলি ডিসট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে পছন্দ মতো পোস্টিং এর ব্যবস্থাও করিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানান, শান্তনুর অনেক এজেন্ট, সাব এজেন্ট ছিল। তাঁদের মারফতই টাকা আসত। সেই টাকা তুলে যেত সুজয়কৃষ্ণের কাছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সরকারি কর্মচারী থেকে শুরু করে ওপরতলার অনেকের কাছে সেই টাকা পৌঁছেছে। এই অবস্থায় যদি শান্তনুকে জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। অন্যদিকে, আদালতে শান্তনুর আইনজীবী জানান, ইডি-র মামলায় প্রথম গ্রেফতার হন শান্তনু। ওই মামলায় জামিনের আবেদন করার পরে তড়িঘড়ি সিবিআই শান্তনুকে জেরা করতে শুরু করে এবং গ্রেফতার করে। কিন্তু গুণধর খাঁড়া নামে যে ব্যক্তি শান্তনুকে অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তুলে দিয়েছেন, তাঁকে সিবিআই গ্রেফতার করেনি। গ্রেফতারির ক্ষেত্রে ঝারাই-বাছাই করা হচ্ছে। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পরে নির্দেশ মুলতুবি রাখেন বিচারক। আগামী ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *