Breaking News

বিজেপি ছাড়তেই বড় ‘পুরস্কার’!তৃণমূলে যোগ দিতেই পেলেন বিশেষ দায়িত্ব পেলেন তাপসী মণ্ডল

দেবরীনা মণ্ডল সাহা:-বিজেপি ছেড়ে তৃণমূলে আসতেই বড় পদ পেলেন তাপসী মণ্ডল | রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সন হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। বিরোধীদের কটাক্ষ, সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত বিষয় হল তাপসী মণ্ডলের দল বদল। যবে থেকেই গেরুয়া শিবির ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, মনে করা হচ্ছে রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে বড়সড় ধাক্কা দিতে পেরেছেন তিনি।একদা সিপিএম ঘরানা থেকে উঠে আসা নেত্রী নিজের রাজনৈতিক গুরুর সঙ্গে যান বিজেপিতে। কিন্তু এখানে তাঁর আগে যে শত্রু ছিল সেই রয়েছে মাথায়। তাই অনেক চেষ্টা করার পরও টিকতে পারলেন না তাপসী মণ্ডল। তাই গেরুয়া সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে চলে এলেন। নেপথ্যে কারিগর কিন্তু তাঁর রাজনৈতিক গুরু। তাপসী মণ্ডলের রাজনৈতিক গুরু শ্যামল মাইতি। যাঁর হাত ধরে বারবার হলদিয়া দখলে রাখতে পেরেছিল সিপিএম। গুরু–শিষ্যা সিপিএম ছাড়তেই ওই আসনটিও হাতছাড়া হয়ে যায় সিপিএমের। বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল বন্দর শহরের আসনটি। এবার সেই আসনটি তৃণমূল কংগ্রেসকে দিতে চান তাপসী মণ্ডল।আর তাই তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার তিনদিনের মধ্যে নিয়ে আসা হল নয়া পদে। বিশেষ দায়িত্ব দিয়ে। পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন হলেন তাপসী মণ্ডল। গত ১০ মার্চ হলদিয়ার বিধায়ক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। আর ওই নির্বাচনে তাপসী মণ্ডলকে হলদিয়া থেকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকে তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *