প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় যখন জামিনের জন্য মরিয়া লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন উলটে তাঁর বিপদ আরও বাড়ল। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন করলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতার বিশেষ PMLA আদালত।শিক্ষক নিয়োগে দুর্নীতিয়ে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ইডি। এরপর পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে-জামাই। তাঁদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায়। ইডির দাবি ছিল, মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। ওই সংস্থাগুলির মাধ্যমে কীভাবে কালো টাকা সাদা হয়েছে, তাও তিনিই জানেন। সেই কারণে একাধিকবার তাঁকে তলবও করা হয়।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরার মুখে পড়েন তিনি। অর্থাৎ শ্বশুরমশাইয়ের পরামর্শ মেনে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন কল্যাণময়। হেনস্তা হতে হয় তাঁকে। বিদেশ ফেরার ক্ষেত্রেও জারি করা হয় নিষেধাজ্ঞা। আদালত সাফ জানায়, কোর্টের নির্দেশ ছাড়া কলকাতা ছাড়তে পারবেন না কল্যাণময়।জানা গিয়েছে চলতি সপ্তাহেই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন কল্যাণময়। একই সঙ্গে চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি ক্ষমা করে দেওয়ার আবেদন করেন তিনি। রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করে কল্যাণময়কে আদালতে গোপন জবানবন্দি দিতে বলেন বিচারক। সঙ্গে তিনি বলেন, কল্যাণময় সব সত্যি কথা বললে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ক্ষমা করার ব্যাপারে বিবেচনা করবে আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal