Breaking News

শোকজের জবাবে অসন্তুষ্ট দল! হুমায়ুন কবীরকে সশরীরে হাজিরার নির্দেশ শৃঙ্খলারক্ষা কমিটির,কী ব্যবস্থা নিচ্ছে তৃণমূল?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ হুমায়ুন কবীরের | যার জেরে শোকজ করা হয়েছিল ভরতপুরের বিধায়ককে। কিন্তু সেই শোকজের জবাবে খুশি নয় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার হুমায়ুনকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সোমবার শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যরা বৈঠকে বসেন। তবে সে বৈঠকের আগেও সংবাদমাধ্যমের উত্তরে নিজের অবস্থানেই অনড় ছিলেন হুমায়ুন। ওই বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান, “সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন বিধায়ক হয়ে একথা বলতে পারে না। ও শোকজের জবাবে যা বলেছে তা সন্তোষজনক নয়। ও বলেছে এটা ওর জাতের ব্যাপার। কিন্তু এখানে জাতের কথা আসলে সংবিধানকে অবজ্ঞা করা হয়। হুমায়ুনকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। ওকে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে সশরীরে উপস্থিত থাকতে হবে। আমরা ওকে কিছু নির্দেশ দেব। সেগুলো মানতেই হবে।” দলের নির্দেশ না মানলে কি কড়া শাস্তি পেতে হবে হুমায়ুনকে, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন | হুমায়ুন অবশ্য বলেন, দল যা শাস্তি দেবে মেনে নেবেন। কিন্তু তাঁর শো কজের জবাবে দল যে অসন্তুষ্ট, সে কথা তিনি শোনেনইনি বলে দাবি হুমায়ুন কবীরের। তৃণমূল বিধায়ক বলেন, “দু’বার শোকজ তো আমায় বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে। বিধানসভার অলিন্দে আমি কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি? চিঠিতে তো তার একটা কথাও উল্লেখই নেই। “

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *