দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রমজান মাসে ফুরফুরা শরিফে গিয়ে ইফতারে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সেখান থেকে প্রত্যাশিত ভাবে সম্প্রীতির বার্তা দিলেও বিরোধীদের কটাক্ষের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধীদের একাংশ নির্বাচনের আগে মমতার ফুরফুরায় যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তার জবাবে মমতা বলেন, ‘আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না। তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মনে রাখবেন আমি যেমন খ্রীশ্চানদের অনুষ্ঠানে যায় তেমনই ঈদ মুবারকেরও যায়। ইফতার নিজে করি, পাঞ্জাবিদের গুরর দোয়ারেও যায়, প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যায়। কারণ, আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি তেমনই রমজানে সকলের দোয়া প্রার্থনা করেছি।”এরই মাঝে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ফুরফুরার জন্য ঘোষণা করলেন একগুচ্ছ ‘উপহার’৷ মুখ্যমন্ত্রী জানান, ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ এবং ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ওবিসি সংরক্ষণের বিলটার জন্য রিক্রুটমেন্ট আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও ডাক্তার, নার্সদের রিক্রুটমেন্ট করতে পারছি না। এগুলোর সমস্যা মিটে গেলে ওগুলো চালু হয়ে যাবে।
