দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মঙ্গলবার শুভেন্দুর উপস্থিতিতেই বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ | প্রাক্তন রাজ্য সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যের বিরোধী দলনেতা | একসঙ্গে মধ্যাহ্নভোজও সারেন দুজনে |বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধ করেন | সকলকে পাল্টা আশ্বাসও দেন শুভেন্দু-দিলীপ | এদিন বিধানসভায় দলীয় বিধায়কদের ভোকাল টনিকও দেন দিলীপ | লোকসভা নির্বাচনে হারলেও জেলায় জেলায় ঘুরে জনসংযোগ বজায় রেখেছেন তিনি | এদিন দলের বিধায়কদেরও সেই একই পরামর্শ দিয়েছেন তিনি৷ দিলীপ ঘোষ বলেন, ‘ভাল করে কাজ করুন নিজের এলাকাতে | দলকে এবার জেতাতে হবে | চা-চক্র করুন | বাজারে বেরিয়ে ঘুরে আসুন | লোকের সঙ্গে ভাল ব্যবহার করুন | জনসংযোগ আসল বিষয় | সেটার দিকে ফোকাস করুন।’প্রাক্তন রাজ্য সভাপতি যখন এই পরামর্শ দিচ্ছেন তখন শঙ্কর ঘোষ, বিশাল লামার মতো প্রায় সব বিজেপি বিধায়কই বৈঠকে উপস্থিত ছিলেন|শুভেন্দু ছাড়াও শঙ্কর ঘোষ, বিশাল লামা-সহ সব বিধায়ক মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন। শুভেন্দু, দিলীপকে একসঙ্গে দেখে যে সকলেই খুশি, তা এক স্বরে বুঝিয়ে দিলেন বিজেপি বিধায়কেরা। তাঁদের কথায়, ‘‘দিলীপদা, শুভেন্দুদা আপনারা এক হয়ে লড়াই করলে আমরা তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করতে পারব।’’ বিধায়কদের কথা শুনে তাঁদের এক হয়ে লড়াই করার আশ্বাসও দেন দুই নেতা। তাঁরা বলেন, ‘‘আমরা একসঙ্গেই আছি।’ বিধানসভা ভোটে জিততে গেলে মানুষের মন জয় করতে হবে, দলীয় বিধায়কদের সেই বার্তা দেন দিলীপ। সূত্রের খবর,বিধায়কদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, ‘‘এলাকায় চা-চক্র করুন। বাজারে বেরিয়ে ঘুরে আসুন। লোকের সঙ্গে ভাল ব্যবহার করুন। জনসংযোগের দিকে লক্ষ্য দিন।’’
