দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। এবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দেশের মেয়ে’ সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন। আটদিনের মিশনে গিয়ে যেভাবে সুনীতাদের ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে, সেজন্যও তাঁকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুনীতারা যখন মহাকাশে গিয়েছিলেন, তখন জানতে পেরেছিলেন যে মহাকাশযানে কোনও সমস্যা হয়েছে। সেই অবস্থায় তাঁদের ফিরিয়ে আনতে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলেও জানান মমতা। তবে দেরি হলেও শেষপর্যন্ত যে একেবারে সুরক্ষিতভাবে সুনীতারা পৃথিবীতে ফিরে এসেছেন, সেজন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান, সুনীতাদের যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তা নিয়ে নিয়মিত খোঁজখবর নিতেন। এদিন সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছিলেন। পরে বিধানসভায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন মমতা। বলেন, “বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাদের প্রত্যেকের উপর দিয়ে শারীরিক দুর্যোগ গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা।”মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে। তাঁরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তাই এই মহাসম্মানের দাবি জানাচ্ছি।’’
মুখ্যমন্ত্রীর কথায়, “কল্পনা চাওলাও গেছিলেন। ফিরতে পারেননি। স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশ যানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটায় আসলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলাদের যেটা হয়েছিল। সেই জন্য এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হল। রেসকিউ টিমকেও বিশেষ ধন্যবাদ।”
