প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিদেশযাত্রার অনুমতি পেলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসাবে লন্ডনে যাওয়ার কথা তাঁর। বুধবার প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিদেশ সফরের অনুমতি মিলেছে।আগামী ২১ মার্চ লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হতে চান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু সারদা চিটফান্ড মামলায় জামিনে মুক্ত কুণাল ঘোষের পাসপোর্ট জমা রয়েছে আদালতে। সেই পাসপোর্ট ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কুণাল। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাসের সেই আবেদনের শুনানিতে আদালত প্রশ্ন করে, উনি যে বিদেশ যাবেন, ওনার আয়ের উৎস কী?জবাবে কুণালের আইনজীবী বলেন, একটি সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে চান কুণাল। তখন সেই সংবাদপত্রের সম্পাদকের সই করা নথি দেখতে চান বিচারপতিরা। সেই নথি আদালতের সামনে পেশ করা হলে আদালত জানায় ৫ লক্ষ টাকা জামানত দিয়ে পাসপোর্ট ফেরত পাবেন কুণাল। ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের বাইরে থাকতে পারবেন তিনি। ৩০ মার্চ তাঁকে আদালতের কাছে পাসপোর্ট ফেরত দিয়ে জামানতের টাকা ফেরত নিতে হবে।সারদা চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন কুণাল। সারদা মিডিয়ার গ্রুপ সিইও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সারদায় বিনিয়োগকারীদের টাকা তছরূপের অভিযোগ ওঠে। পরে সেই টাকা ইডির কাছে ফেরত দিয়ে কয়েকটি অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে কুণালের পাসপোর্ট এখনও জমা রয়েছে হাইকোর্টে |
Hindustan TV Bangla Bengali News Portal