Breaking News

ভাগাড় বিপর্যয়ে ৯৬ পরিবারকে ‘বাংলার বাড়ি’,ঘোষণা ফিরহাদ হাকিমের!নিকাশি নালা-রাস্তা বানাবে কেএমডিএ ঘোষণা মেয়রের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বেলগাছিয়ায় ভাগাড়ে ধস নিয়ে মঙ্গলবার বৈঠক সারলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়াকাণ্ডে ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন ফিরহাদ। ৯৬টি পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে বলে জানান কলকাতার মেয়র।এছাড়াও হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ। নিউটাউনে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন কলকাতার মেয়র।হাওড়া পুরসভায় বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরেই পুরভোট হয়নি। এই বিপর্যয়ের পর হাওড়ার দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দপ্তরের সে কথা নিজে বলেছিলেন ফিরহাদ। আজ মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ফিরহাদ হাকিম জানান, হাওড়ার ধসে ৯৬টি পরিবার বিপর্যস্ত হয়েছে। তাঁদের নতুন করে ঘর বানিয়ে দেবে পুরসভা। প্রকল্পটির আওতায় বাংলার বাড়ি তৈরি হবে, যা সম্পূর্ণ হতে এক থেকে দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ফিরহাদ সংবাদমাধ্যমকে বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য বাংলার বাড়ি তৈরি করা হবে। দেড় বছরের মধ্যেই কাজ শেষ হবে।”পাশাপাশি হাওড়ার বড় নিকাশি নালা, বড় রাস্তা তৈরি করবে কেএমডিএ। ছোট, ছোট কাজগুলি ও রক্ষণাবেক্ষণ করবে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ বলেন, “পানিহাটির মতো হাওড়ায় বড় রাস্তা, নিকাশি নালা তৈরি করবে কেএমডিএ। পাশাপাশি ভাগাড় নিয়ে সিদ্ধান্ত, বাংলার বাড়ি সব কিছুই কলকাতা পুরসভা করবে।” এদিকে ভাগাড়ের মাটির পরীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল। সেই রিপোর্ট আসার পর ভাগাড় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন মেয়র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *