Breaking News

উপাচার্যের ঘরে তালা! পড়ুয়াদের বিক্ষোভে মঙ্গলেও উত্তপ্ত রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাস

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আবারও অশান্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সোমবারের পর মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভে যাঁরা সামিল হয়েছেন, তাঁদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সমর্থক।বেশ কয়েকদিন ধরেই অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাস চত্বরে ক্ষোভ দানা বাঁধছিল। গতকাল সোমবার জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে শুরু হয় স্লোগানিং। ক্যাম্পাসের বাইরেও বিক্ষোভ চলতে থাকে। গতকাল অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ক্যাম্পাসে এসে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু এদিন তিনি ক্যাম্পাসে আসার আগেই জোরালো বিক্ষোভ শুরু হয়। আন্দোলনরত পড়ুয়ারা তাঁর ঘরের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখানো হয়। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর।অভিযোগ মূলত দু’টি। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় নাকি নিজের মতো বিশ্ববিদ্যালয়ের কাজ পরিচালনা করছেন! এবং এই সংক্রান্ত বিভিন্ন অনিয়মে তাঁকে মদত দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার! এমনকী, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক ও অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।দ্বিতীয়ত, এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের সুস্থ ও স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং সেইসঙ্গে পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ ফেরাতে অবিলম্বে স্থায়ী উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের দাবি তোলা হচ্ছে।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা দীর্ঘদিনের। ২০২৩ সাল থেকে এখানকার ভারপ্রাপ্ত উপাচার্য প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। রেজিস্ট্রারও অস্থায়ী। আর তাতেই পড়ুয়াদের অভিযোগ, নিজেদের মতো করেই বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন তাঁরা। তাতে আসল পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। মাস খানেক আগে রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসেই বিক্ষোভ শুরু হয়েছিল। সেসময় দু,একবার উপাচার্যকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।বিক্ষোভকারীদের দাবি, স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার নিয়োগ করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *