নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হলেন তৃণমূলের এক কর্মী। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, ধৃত অনুপ পৈলান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের।ধৃতের বিরুদ্ধে তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক থানায় সমাজবিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ আছে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অনুপ পৈলান। তিনি খেয়াদহের বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ সময় ধরে অনুপের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল পুলিশ। সমাজবিরোধী কাজের অভিযোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় সৃষ্টি করতেন বলে অভিযোগ উঠছিল।
এর মধ্যে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ গোপন সূত্রে খবর পান, অনুপ নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখেন। বুধবার রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অনুপের বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড কার্তুজ। পুলিশ মনে করছে, ওই সব অস্ত্র নিয়ে এলাকায় হুমকি দিয়ে নানা অপরাধমূলক কাজ করতেন অভিযুক্ত।পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে নানা তথ্য জানার চেষ্টা চলছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করায় । তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় | অনুপকে জেরা করে অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ এবং তাঁর সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal