Breaking News

নজরে মহিলা যাত্রী!শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে বাড়ছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মহিলা যাত্রীদের জন্য দারুণ সুখবর । এবার থেকে শিয়ালদহ বিভাগে লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়ছে ৷ পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে আজ থেকেই চালু হল এই পরিষেবা । আগে প্রতিটি ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনে মহিলা যাত্রীদের জন্য দুটি করে কোচ সংরক্ষণ করা থাকত । কিন্তু আজ থেকে সেই কোচের সংখ্যা বেড়ে হল তিন ।শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি, যেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেইন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে | আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হবে।মহিলা যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই আরও একটি কামরা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে যে, ভেন্ডার বগিটিকে অর্ধেক করে নয়া নিয়মে বাকি অর্ধেক কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে । বর্তমানে ২৫০ টি থ্রি ফেজের নতুন রেক রয়েছে । তাই নতুন রেকগুলিতেই এই পরিষেবা থাকছে । মহিলা সংরক্ষিত কামরার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল, সেটাই বলবৎ থাকছে ৷ অর্থাৎ নয়া এই মহিলা কামরাতেও উঠতে পারবেন না পুরুষ যাত্রীরা ৷
এই নতুন ব্যবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে এবং ট্রেনের ভিড় কমবে বলেও মনে করছেন রেল কর্তৃপক্ষ৷ এছাড়াও, অতিরিক্ত মহিলা কোচ চালু হলে মহিলারা আরও স্বাধীনভাবে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে বলেও মত তাঁদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *