প্রসেনজিৎ ধর :-ভাটপাড়ায় মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ। বুধবার রাতে ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছেন গুলিবিদ্ধ যুবক সাজ্জাদ। এর পর অর্জুনকে তলব করেছিল জগদ্দল থানা। কিন্তু থানায় হাজিরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। এর পর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অর্জুনের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। প্রায় ১ ঘণ্টা পর অর্জুনের বাড়ি থেকে বেরোন পুলিশ আধিকারিকরা।বুধবার রাতে মেঘনা জুটমিলের শ্রমিকদের মধ্যে গোলমালের জেরে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। বোমার আওয়াজ শুনে অর্জুন বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কিন্তু গুলি লাগে সাজ্জাদ নামে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ সাজ্জাদের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। এর পর অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে তলব করে জগদ্দল থানা। কিন্তু অর্জুন স্পষ্ট করে দেন তিনি থানায় যাবেন না। বিকেলে অর্জুনের বাড়িতে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এরপর জল্পনা ছড়ায় যে গ্রেফতার করা হতে পারে অর্জুনকে। কিন্তু প্রায় ১ ঘণ্টা পরে বেরিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। জানান, তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্জুন।
