নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করা হয়েছিল প্রাথমিকের ওএমআর শিট। পার্থর জামিনের মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে একথা জানাল সিবিআই। এই প্রথম প্রকাশ্যে এই তথ্য স্বীকার করলেন সিবিআইয়ের আইনজীবী। ২০২২ সালের জুলাই মাস থেকে বন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে ইডি, পরবর্তীতে সিবিআইও গ্রেফতার করে তাঁকে। বন্দিদশায় বহুবার আর্জি জানালেও গত ডিসেম্বরে অবশেষে ইডির মামলায় মেলে জামিন। তবে এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ছিল পার্থর জামিন মামলার শুনানি। সেখানেই জামিনের বিরোধিতা করে সিবিআই। দাবি করা হয়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে। উনিই মূলমাথা ছিলেন। পার্থের নির্দেশেই নষ্ট করা হয়েছিল ওএমআর শিট।
এদিন আদালতে সিবিআইয়ের মন্তব্যের পর বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী তো মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে। তাঁকে না জানিয়ে কি এত বড় দুর্নীতি সম্ভব। সিবিআই দেখছি হঠাৎ করে আবার তৎপর হয়েছে। আমরা চাই যাবতীয় লুকোচুরি বন্ধ করে সিবিআই মাথা পর্যন্ত পৌঁছক।’
Hindustan TV Bangla Bengali News Portal