Breaking News

‘ওদের ফাঁদে পা দেবেন না, আপনাদের সঙ্গে দিদি আছে, গোটা সরকার আছে’, রেড রোড থেকে মুখ্যমন্ত্রীর বার্তা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতিকেই আরও পোক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অভিষেক। এদিন মমতা স্পষ্ট করে দেন, ‘আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে।’সকলকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিতে একহাত নেন মমতা। বলেন, “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।”এদিন মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করলেন মমতা। বললেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।” বারবার সকলকে সতর্ক করে বললেন, “উসকানিতে পা দেবেন না।”বাম – বিজেপিকে একযোগে কটাক্ষ করে মমতা বলেন, ‘রাম – বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমারে প্রশ্ন করছে, আপনি কি হিন্দু। আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীস্টান, আমি শিখ, আমি ভারতীয়? তুমি কী করতে পারবে?’ নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আমি রামকৃষ্ণ – বিবেকানন্দের ধর্মকে মানি। জেনেশুনে একটা নোংরা ধর্ম এই ভুয়ো রাজনৈতিক দল বানিয়েছে তাকে আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। সমস্ত হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়। সমস্ত খ্রীস্টান আপনাদের বিরুদ্ধে নয়। কয়েকজন রাজনৈতিক নেতা আছেন। যারা এসব নিয়ে ব্যবসা করেন। ওদের দোকান আমি বন্ধ করে দেব। আপনারা যদি সবাই একজোট থাকেন।’এর পর সরাসরি হিন্দুত্ববাদী শক্তিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। সঙ্গে আমার জীবন সমস্ত ধর্ম – জাতির জন্য, সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *