Breaking News

খুশির ইদে মাতলেন তারকা সাংসদ রচনা বন্দোপাধ্যায় !ইদ পালন করে সংহতির বার্তা রচনার

দেবরীনা মণ্ডল সাহা :-ইদের দিন অন্যমেজাজে ধরা দিলেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির পাণ্ডুয়ায় যোগ দিলেন নমাজ পাঠের অনুষ্ঠানে। সকলকে সংহতির বার্তা দিলেন তিনি।সাংসদ হিসেবে দায়িত্ব মেলার পর থেকেই সমস্ত উৎসবে নিজের এলাকা হুগলিতে দেখা দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইদেও একেবারে হালকা মেজাজে দেখা দিলেন অভিনেত্রী সাংসদ। আজ সকালে হুগলির পাণ্ডুয়ায় যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর পবিত্র নমাজ পাঠের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে হাজির ছিলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষ–সহ অন্যান্যরা। আর এখানেই সাংসদ রচনা বলেন, ‘‌গতবার প্রার্থী ছিলাম, এবার সাংসদ হয়ে পান্ডুয়াতে এসেছি। পান্ডুয়ার মানুষ আমাকে সমর্থন করেছেন। কাছে ডেকে নিয়েছেন। তাই তাঁদের পাশে আমি থাকব সবসময়।’‌ এছাড়া পান্ডুয়ার মানুষজন যে ভালবাসা তাঁকে দিয়েছেন সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, সর্বদা এলাকার মানুষের পাশে থাকবেন তিনি। তবে আজ বিরোধীদের নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং হুগলির সাংসদের কথায়, ‘‌যেভাবে কলকাতার রেড রোডে শৃঙ্খলাবদ্ধভাবে ইদ পালিত হয়, সেভাবেই পাণ্ডুয়াতেও আজকের ইদ উদযাপিত হচ্ছে। সবাই মিলে মিশে থাকব, এটাই তো কাম্য। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গের জন্য কী করছি। আগামী দিনে কী কাজ করব। কে কী করল, কে কী বলল সেসব নিয়ে ভাবি না। বলিও না।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *