প্রসেনজিৎ ধর, হুগলি:- কোন্নগর কানাইপুর পঞ্চায়েত এলাকার শাস্তিনগর হনুমান মন্দিরের পাশে ১৫ নং সংসদে জল নেই, কল নেই, বোরিং পযন্ত করা নেই অথচ উদ্বোধন হয়ে গেলো,ঠান্ডা জল খাবার মেসিন বা জলছত্র | ৩ লাখ ৬৮ হাজার ৭০৩ টাকা খরচ করে এই জলছত্র করা হয়েছে | এই জলছত্র নিয়েই শুরু হয়েছে রাজনীতি | সিপিআইএম কোন্নগর কমিটির সম্পাদক আশিষ কুমার দের অভিযোগ এই জলছত্রের কাজ শুরু হয়েছে ২০২৫ সালের ২ রা জানুয়ারি |তার কাজ শেষ হয়েছে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারী | নামের ফলকের মধ্য দিয়ে জানা গেল প্রধান এবং উপপ্রধান গতকাল ৩১ মার্চ এই জলছত্রের উদ্বোধন করেছেন | কিন্তু মানুষের জল পেতে গেলে ভেতরের যে পরিকাঠামো দরকার সেই কল, পাম্প, বোরিং কিছুরই ব্যবস্থা নেই | রাজ্য জুড়ে মানুষের করের টাকা তৃণমূল সরকার এবং তৃণমূলের পঞ্চায়েত,পুরসভার বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ এনেছেন তিনি |এমনকি কাটমানি খাওয়ারও অভিযোগ করেছেন |
এদিকে বিজেপি নেতা আকাশ রায় বলেন তৃণমূলের কাজ হচ্ছে ফলকে নিজেদের নাম লেখা আর নীল সাদা রং করে তাড়াতাড়ি উদ্বোধন করে দেওয়া কারণ ওরা ভাবছে ২৬ বিজেপি সরকার আসলে আর উদ্বোধন করতে পারবো না |
যদিও কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ জানান এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন | রাজ মিস্ত্রিদের ইদের ছুটি থাকায় সামান্য কিছু কাজ বাকি রয়েছে |এদিন উদ্বোধনের দিন থাকায় তা উদ্বোধন করা হয়েছে | তাঁর বক্তব্য সিপিএম আজ নোংরা রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় শূন্য থেকে মহাশুন্যে চলে গেছে |