নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হয়েছে | আর এখন রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণা সময়ের অপেক্ষা | আর তার মধ্যেই বিজেপি কর্মীর বাড়িতে ‘রক্ত মাখানো চিঠি’ গেছে বলে অভিযোগ | আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হালিশহরে | জানা গেছে, হালিশহরের খাসবাটি সাউথ রোডে ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি শুভাশিস মৈত্রের বাড়িতে কে বা কারা একটি খাম রেখে চলে যায় |অভিযোগ,খামের উপরে লেখা রয়েছে, ‘এবার তোর পালা |’ সেইসঙ্গে খামের উপরে ‘রক্ত মাখানো’ ছিল বলে দাবি করেছেন শুভাশিসবাবু | এই ঘটনায় বীজপুর থানায় খবর দেওয়া হলে, পুলিস এসে খামটি নিয়ে যায় |শুভাশিস মৈত্র জানিয়েছেন, ২০১৪ সাল থেকে বিজেপি করছেন তিনি | নির্বাচনের আগে এমন চিঠি আসায় বাড়িতে বাবা-মা সহ তাঁর পরিবার আতঙ্কিত | ‘রক্তমাখা’ হুমকি চিঠির ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভাশিসবাবু | যদিও তৃণমূলের যুব নেতা পাপন ঘোষ শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন | তিনি বলেন, তৃণমূল এর মধ্যে কোনওভাবে যুক্ত নয়| এটা সম্পূর্ণভাবে বিজেপির নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জের |