দেবরীনা মণ্ডল সাহা :- ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের | রদবদল ঘটল পুলিশ-প্রশাসনের শীর্ষস্তরে | এডিজি (আইনশৃঙ্খলা) পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভেদ শামিমকে |দমকলের ডিজি পদে তাঁকে বদলি করে দিল কমিশন | জাভেদ শামিমের জায়গায় নিয়ে আসা হয়েছে জগমোহনকে | আট দফায় ভোট করার সিদ্ধান্তের পরই কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ |
প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের যাবতীয় আইনশৃঙ্খলার দায়িত্ব এবং কমিশনের সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য আদান-প্রদান করে থাকেন এডিজি আইনশৃঙ্খলা | ভোটের কথা মাথায় রেখেই এই পদে দিনকয়েক আগে জাভেদ শামিমকে এনেছিল রাজ্য প্রশাসন | জাভেদ শামিমের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে রাজ্যের পুলিশ মহলে কোনও সংশয় নেই বললেই চলে | তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এত বড় পদক্ষেপ করে কমিশন একটা বার্তা দিতে চাইল, সেটা হল যে কোনও সময় যে কোনও কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে তাদের তরফে | এই প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন,’আমি আশ্চর্য, শকড | জাভেদ শামিম অত্যন্ত অভিজ্ঞ অফিসার। বিজেপি কমিশনে যাওয়ারই এই সিদ্ধান্ত নেওয়া হল | পুলিশবাহিনীতে নেতিবাচক প্রভাব পড়বে |’
Hindustan TV Bangla Bengali News Portal