Breaking News

রামনবমী উপলক্ষে কঠোর নিরাপত্তা রাজ্যজুড়ে!রাজ্যজুড়ে বিশেষ দায়িত্বে ২৯ আইপিএস,চলবে ড্রোনে নজরদারি,সংবেদনশীল ১০ জেলায় অতিরিক্ত বাহিনী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার পালিত হবে রামনবমী। উৎসব ঘিরে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজারের পাশাপাশি রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। কলকাতায় যে সমস্ত রুটে রামনবমীর মিছিল বেরোনোর কথা রয়েছে সেই রুটগুলিতে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও রাজ্যের ১০টি জেলা এবং কমিশনারেটকে সংবেদনশীল ঘোষণা করে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।কলকাতা ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ৫৯টি মিছিল বেরোবে বলে জানা গিয়েছে। অনুমতি ছাড়া কোথাও রামনবমীর মিছিল যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। রবিবার, রাজ্যজুড়ে এলাকাভিত্তিক নজরদারি চালাতে ২৯ জন IPS অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ড্রোনে নজরদারি চালাবে পুলিশ। বেআইনি মিছিল করলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।শহরের বুকে পুরনো এবং বড় মিছিলে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা প্রমুখ পদমর্যাদার আধিকারিকেরা উপস্থিত থাকবেন বলে পুলিশ সূত্রে খবর। তা ছাড়া ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি-সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
রাম নবমী উপলক্ষে ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য । এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই। এবার এডিজির (আইন ও শৃঙ্খলা) তরফে রাম নবমীকে কেন্দ্র করে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হল। সূত্রের খবর, আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলা ও জেলার কমিশনারেটগুলিকে রামনবমী উপলক্ষ্যে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এই জেলা এবং কমিশনারেটগুলিতে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার ও মালদায় বড় আকারে রামনবমী উদযাপন হয়। এই উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও, উৎসবের সময় ড্রোনের সাহায্যে বিশেষ নজরদারি চালানো হবে। উৎসবের মরশুমে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সামাজিক, গণমাধ্যমের ওপরও নজরদারি চালাবে পুলিশ প্রশাসন| লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট ৫৯টি মিছিল বের হবে। সেগুলির মধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশ, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে যেন ‘প্রোটেকটিভ গিয়ার’ থাকে। যদি কেউ ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গেই যেন পুলিশ এগিয়ে গিয়ে ব‌্যবস্থা নিতে পারে, সেই নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ নির্দেশ দিয়েছে, রামনবমীতে বাইক নিয়ে মিছিল বা অস্ত্র হাতে নিয়ে মিছিল করা যাবে না। নির্দিষ্ট রুটেই মিছিল করতে হবে। রুট বদল করলে পুলিশ ব্যবস্থা নেবে। এছাড়াও পুলিশকর্মী ও আধিকারিকদের বডি ক‌্যামেরাও লাগাতে বলা হয়েছে।কলকাতা পুলিশ সূত্রে খবর, ওই দিন তাদের কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। হেস্টিংস, এন্টালি, কাশীপুর-সহ যে পাঁচ-ছয়টি জায়গায় বড় মিছিল হয়, সেখানে পদস্থ আধিকারিকেরা থাকবেন। থাকছে বাইকে টহলদারির ব্যবস্থা। একই সঙ্গে মিছিলের সঙ্গে সঙ্গে থাকবেন পুলিশকর্মীরা। বস্তুত, রামনবমীর দিন কোনও রকম বিচ্ছিন্ন ঘটনা এবং অশান্তি রুখতে বদ্ধপরিকর পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *